বাংলাদেশ জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আটক হওয়া ছয়টি ট্রলারের ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।
জানা গেছে, বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ছয়টি ট্রলারে থাকা ৫৬ জন জেলে মাছ ধরছিলেন। অসাবধানতাবশত তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমারের নৌবাহিনী তাদের আটক করে। প্রায় ১৫ ঘণ্টা আটকে রাখার পর জেলেদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছান। তবে, ট্রলারগুলোতে থাকা মাছ জব্দ করেছে মিয়ানমার নৌবাহিনী।
ট্রলার মালিকদের বরাতে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অসাবধানতাবশত ছয়টি ট্রলার মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এ সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে জেলেদের সতর্ক করা হয়েছে। এছাড়া, সমুদ্রসীমায় মাছ ধরার সময় সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: