[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে পাঁচ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ৪:৫৯ পিএম

ফাইল ছবি

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির নির্ধারিত পরিমাণ জানা না গেলেও, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মালামাল ও স্থাপনার ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন।

ফায়ার সার্ভিস সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর