ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চের প্রবেশমুখে শনিবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চের প্রবেশমুখে শনিবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সেখানে চালু হয়েছে ন্যায্যমূল্যের দোকান, যেখানে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য কম দামে বিক্রি করা হচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে বিক্রির প্রস্তুতি শুরু হলেও আগ্রহী ক্রেতারা আগেই উপস্থিত হন। ভিড় সামাল দিতে কিছুটা সময় নিয়ে বিক্রি শুরু করা হয়। প্রথমে খেজুর বিক্রি করা হয়, এরপর পর্যায়ক্রমে অন্তত ২০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়।
পণ্য কেনার জন্য আগ্রহী ক্রেতাদের নাম লিপিবদ্ধ করা হলেও, কেউ কেউ সরাসরি এসেও পণ্য সংগ্রহ করেছেন। বাজারের তুলনায় কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেন।
ক্রেতা মো. শরীফ হোসেন বলেন, ‘বাজারের তুলনায় ৫০ টাকা কম দামে খেজুর কিনতে পেরেছি। এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আতিকুর রহমান জানান, ‘পুরো রমজানজুড়ে আমাদের এই কার্যক্রম চলবে। মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা।’
উদ্যোক্তারা জানিয়েছেন, এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করাই তাদের প্রধান উদ্দেশ্য।
এসআর
মন্তব্য করুন: