[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সমন্বয়ক পরিচয়ে বাড়িতে তল্লাশি, ৫ জনকে পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২:১৪ পিএম

ফেনী সদর উপজেলার লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানোর অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।

সোমবার রাতে লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—ফেনী পৌরসভার বারাহীপুর ভূঁইয়া বাড়ির এনামুল হক বাবু, শান্তিধারা এলাকার আবদুল্লাহ আল ওহি, ডাক্তারপাড়া এলাকার জিহাদ হাসান প্রান্ত, সদর উপজেলার ফাজিলপুর এলাকার শাহরিয়ার ইসলাম আলভি ও চাড়িপুর এলাকার শাহাদাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা মমিন ভূঞা ঢাকায় ব্যবসা করেন এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক হলেও তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি গ্রামে আসেন এবং পরে ঢাকায় ফিরে যান। সোমবার রাতে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে পাঁচ ব্যক্তি মমিনের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়, এতে বাড়ির নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।

দক্ষিণ চাঁদপুর গ্রামের সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলী মনছুর সুমন অভিযোগ করেন, ‘মমিন ভূঞার বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের কোনো তথ্য নেই। অথচ সমন্বয়ক পরিচয়ে এসে চাঁদাবাজির চেষ্টা করা হয়েছে।’

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম বলেন, ‘যদি সত্যিকারের কোনো আইনি প্রয়োজন থাকত, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা দেখত। কিন্তু এসব লোকজন নিজেদের স্বার্থে ভুয়া পরিচয়ে তল্লাশি চালিয়েছে।’

বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর