[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

এবার বৈষম্যবিরোধী সমন্ময়কদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৪ পিএম

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে সংগঠনের একাংশ সড়ক অবরোধ করেছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় অবরোধ করে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, নতুন কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা কমিটি বাতিলের দাবি জানান এবং কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন ও সহ-সমন্বয়ক রুদ্রকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

তারা হুঁশিয়ারি দেন, দ্রুত কমিটি স্থগিত না করা হলে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়, যা নিয়ে সংগঠনের অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয়েছে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর