বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে সংগঠনের একাংশ সড়ক অবরোধ করেছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় অবরোধ করে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নতুন কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা কমিটি বাতিলের দাবি জানান এবং কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন ও সহ-সমন্বয়ক রুদ্রকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
তারা হুঁশিয়ারি দেন, দ্রুত কমিটি স্থগিত না করা হলে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়, যা নিয়ে সংগঠনের অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: