[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ছদ্মবেশে দুদকের অভিযান: ঝালকাঠি পাসপোর্ট অফিসে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১ পিএম

ফাইল ছবি

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, যিনি পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দুদক সূত্র জানায়, আটক কাওসার সিকদার ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে। তিনি পাসপোর্ট তৈরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন।

পরে দুদকের কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযানে তিনজনকে আটক করা হলেও দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তবে কাওসার সিকদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও পাসপোর্ট অফিসসহ সরকারি দফতরগুলোতে দুর্নীতি দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর