[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

দেশ ছেড়ে পালানোর মতো রাজনীতি গ্রহণযোগ্য নয়: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৪:০৯ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না।

এমন রাজনীতি করা যাবে না, যেখানে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়।"

শনিবার লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা

ডা. শফিকুর রহমান বলেন, "জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন কোনোভাবে ফ্যাসিবাদের নতুন ধারা বা অধ্যায় তৈরি না হয়। যারা এখনো এসব থেকে ফিরে আসেনি, তাদের সতর্ক করছি—ফিরে না এলে আমাদের লড়াই চলমান থাকবে।"

শোষণ ও দুঃশাসন থেকে মুক্তির আহ্বান

তিনি আরও বলেন, "অতীতে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে শোষণের রাজনীতি চালানো হয়েছে। এখন জাতি দুঃশাসন থেকে মুক্তি চায়। আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি

কারাবন্দি জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, "তার মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। যখন সব জাতীয় নেতারা একে একে মুক্তি পেয়েছেন, তখনও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার হচ্ছেন।"

সমাবেশের অন্যান্য বক্তারা

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সভাপতি রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম ও মোবারক হোসেনসহ স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা দেশে সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক বৈষম্য দূর করার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর