[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সক্ষম: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৫৮ পিএম

ফাইল ছবি

বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ এবং দেশকে নতুন করে গড়ে তোলা বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার মতে, ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করা বিএনপির পক্ষেই সম্ভব।

শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, "অনেকেই এখন সংস্কারের কথা বলছেন। তবে একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের সাহস দেখিয়েছে এবং ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশ পুনর্গঠনের কাজ শুরু করবে।"

তিনি আরও বলেন, "জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি।"

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

তারেক রহমান অভিযোগ করে বলেন, "যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে আন্দোলন করেছি, সেই শক্তি এখনো বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় এবং বিভিন্ন দাবিদাওয়ার আড়ালে তারা তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।"

রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। দেশের পুনর্গঠনের জন্য ৩১ দফা রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে শিক্ষাব্যবস্থা সংস্কার, বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং কৃষির উন্নয়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা রয়েছে।"

সম্মেলনের অন্যান্য বক্তারা

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, যশোর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা প্রমুখ।

সম্মেলনটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর