[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

মসজিদে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্য


প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫১ পিএম

ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামে একটি মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. আসাদুল রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে রাঢ়ী বাড়ির মসজিদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আসাদুল ওই গ্রামের মজিদ রাঢ়ীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আসাদুল রাঢ়ী ঢাকায় যাওয়ার কথা বলে তার ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারাদিন আর তার খোঁজ পাওয়া যায়নি। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনের মসজিদে প্রবেশ করেন তিনি। মসজিদের ইমাম তার অবস্থান জানতে চাইলে আসাদুল জানান, নামাজ পড়ে চলে যাবেন। কিছুক্ষণ পর ইমাম মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে চলে যান।

ভোর রাতে ফজরের আজান দিতে আসা আসাদুলের চাচাতো ভাই দুলাল রাঢ়ী মসজিদে গামছা প্যাঁচানো অবস্থায় তাকে মৃত দেখতে পান। চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আসাদুলের ভাই বাবুল রাঢ়ী জানান, ‘ভাইয়ের স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন। তিনি প্রায় এক বছর ধরে বাড়িতে একাই ছিলেন। ঢাকায় যাওয়ার কথা বলে বের হলেও, সকালে তার লাশ মসজিদে পাওয়া গেল। এটি আত্মহত্যা নাকি কোনো হত্যাকাণ্ড, তা এখনই বলা যাচ্ছে না।’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। পুলিশ তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে পারলেই রহস্যের জট খুলবে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর