ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। মহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের সবাই শ্রমিক। প্রতিদিনের মতো কাজ শেষে তারা পিকআপযোগে গন্তব্যে ফিরছিলেন, তখনই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: