তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।
সেই ধারাবাহিকতায় প্রথম দিন তিস্তা ব্যারাজ এলাকায় এ কর্মসূচি শুরু হয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নের জন্য তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সোমবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে লোকজন তিস্তা ব্যারাজ এলাকায় জমায়েত হতে শুরু করে। জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখো মানুষ ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নেবে।
কর্মসূচির অংশ হিসেবে তিস্তার সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরতে রাতে হাজার হাজার মশাল জ্বালানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান জানান, কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তিস্তা ব্যারাজ এলাকায় আসতে শুরু করেছে। তাদের আন্দোলন তিস্তার ন্যায্য পানি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অব্যাহত থাকবে।
এসআর
মন্তব্য করুন: