[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

হাসিনা নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছেন: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৫১ পিএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, "খুনি হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছেন, তাদের বিপদে ফেলে নিজে পালিয়ে গেছেন।"

রোববার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে 'আপনার চোখে নতুন বাংলাদেশ' শীর্ষক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন। এই ক্যাম্পেইনটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে আয়োজন করে।

এ সময় সারজিস আলম বলেন, "আমরা এক লড়াইয়ের মধ্যে ছিলাম, যেখানে খুনি হাসিনা ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। নিজে পালানোর আগে তিনি পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঠে ব্যবহার করে বিপদে ফেলে রেখে চলে গেছেন।"

তিনি আরও বলেন, "পনেরো-ষোলো বছর ধরে যখন আপনারা কঠিন সময়ে ছিলেন, তখন কি কোনো নেতাকে পাশে পেয়েছিলেন? অনেক নেতাই সে সময়ে আত্মগোপন করে কিংবা দেশের বাইরে থেকে সুবিধা আদায় করেছেন। আজ তারা নতুন রূপে ফিরে এসে আপনাদের সামনে নেতা হিসেবে হাজির হচ্ছেন। তাদের কখনো নেতা হিসেবে মেনে নেওয়ার মতো অমানবিকতা দেখাবেন না, কারণ তারা হাসিনার মতো নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছে, আপনাদের ক্ষেত্রেও তাই হবে।"

সারজিস আরো যোগ করেন, "আমাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসের মধ্যে গঠন হতে যাচ্ছে। আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি অভ্যুত্থানের ঘোষক, তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন তিনি ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে ফিরে আসেন। আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে তার উপর।"

তিনি উল্লেখ করেন, "বিগত ১৬ বছরে যেসব চর্চা ছিল, তা এখনো রয়ে গেছে। যারা এসব চর্চা করে এসেছে, তাদের রক্তে সেগুলো মিশে গেছে। তাদেরই নেতৃত্ব দিতে হবে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। এটি কেবল কেন্দ্রীয় নেতাদের বিষয় নয়, বরং সারা দেশের মানুষ, বিশেষত সোনারগাঁসহ বিভিন্ন জায়গায় যারা আন্দোলনে সামনের সারিতে ছিলেন, তাদেরকেই দেশের ভবিষ্যত বিনির্মাণে সামনে আসতে হবে।"

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদের সভাপতিত্বে ও শাকিল সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোনারগাঁয়ের শহীদ মেহেদীর বাবা ছানাউল্লাহ, শহীদ ইমরানের মা কোহিনূর আক্তার, এবং আন্দোলনে নির্যাতিত ছাত্র শাকিল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের শত শত শিক্ষার্থী ও নেতারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর