[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় তাহেরীর আগমন ঘিরে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ এএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ এএম

কুমিল্লার মুরাদনগরে ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই সংঘর্ষ হয়, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের পটভূমি

স্থানীয় সূত্রে জানা গেছে, আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিন তাহেরীর আগমন উপলক্ষে আয়োজন চলছিল।

তবে তার আগমনের বিরোধিতা করে স্থানীয় কিছু আলেম ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলের ডাক দেন।

জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আমপাল পূর্বপাড়া এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপক্ষ মিছিলকে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।

দুই পক্ষের বক্তব্য

তাহেরী বিরোধী পক্ষের নেতা আবু হানিফ মাঝি বলেন, “তাহেরীর আগমনের সঙ্গে গান-বাজনার আয়োজন থাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়, এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।”

অন্যদিকে, মাহফিল আয়োজক রবিউল ইসলাম বলেন, “আমরা খবর পাই, কিছু লোক আমাদের মাজার ভাঙতে আসছে। তাই ভক্তরা প্রতিরোধ গড়ে তোলে, ফলে সংঘর্ষ হয় এবং আমাদেরও কয়েকজন আহত হয়েছেন।”

প্রশাসনের অবস্থান

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, “তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর