ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আবু হানিফ (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হিসেবে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান বলেন, আবু হানিফকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর
মন্তব্য করুন: