ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূকে বাসস্ট্যান্ড থেকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইজিবাইকে করে ভাঙ্গায় ফুফুর বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ। তিনি ভাঙ্গার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার পর পাঁচ যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং পাশের সরিষা ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। হামলার পর ভুক্তভোগী জ্ঞান হারান।
পরদিন সকালে জ্ঞান ফিরলে তিনি স্বামীর বাড়ি মাদারীপুরের শিবচরে চলে যান এবং পরে চিকিৎসা নেন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ১২ ফেব্রুয়ারি দুপুরে তিনি ভাঙ্গা থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন:
ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, রাতেই পুলিশের অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: