আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে নতুন নির্মিত যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরু হচ্ছে, ফলে যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন চলাচল স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
প্রকল্প পরিচালক জানিয়েছেন, আজ সকাল ৭টায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস প্রথমবারের মতো নতুন রেল সেতু ব্যবহার করবে এবং ১০টার দিকে সেতুটি অতিক্রম করবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনগুলোও নির্ধারিত সিডিউল অনুযায়ী চলাচল করবে।
১৯৯৮ সালে চালু হওয়া যমুনা বহুমুখী সেতু ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে রেল ও সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে।
তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতিসীমা কমিয়ে দেওয়া হয়, যা যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছিল। নতুন যমুনা রেল সেতু চালু হওয়ায় সেই দুর্ভোগের অবসান ঘটবে।
নতুন যমুনা রেল সেতুর মাধ্যমে ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হবে। একইসঙ্গে এটি দেশের দীর্ঘতম রেল সেতু হিসেবে রেলপথের সক্ষমতা বৃদ্ধি করবে।
এসআর
মন্তব্য করুন: