[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১:২০ এএম

ফাইল ছবি

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

ময়মনসিংহগামী ইমাম পরিবহনের যাত্রী মো. হানিফ বলেন, "আমি জরুরি কাজে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা অবরোধ থাকায় আটকে আছি। গাড়ি নড়ছে না, পরিস্থিতি খুব কষ্টকর। শ্রমিকদের দাবির যৌক্তিকতা থাকতে পারে, তবে রাস্তা বন্ধ করায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, "শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি।"

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউর কবীর খোকন বলেন, "শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শ্রমিকরা যেন দ্রুত তাদের পাওনা পান, সে ব্যবস্থা করা জরুরি।"

শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে প্রশাসন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ রাত ১১টার দিকে তুলে নেওয়া হয়

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর