গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল।
আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই সরকারকে বলব আগামী সাতদিনের মধ্যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, গাজীপুরে ছাত্র-জনতা যখন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়ির দিকে গিয়েছিল, তখন তাদের ওপর হামলা চালানো হয়।
তার ভাষ্য, "আওয়ামী লীগ যদি দমননীতি অব্যাহত রাখে, তাহলে জনগণের প্রতিরোধ আরও তীব্র হবে।"
রাশেদ খান আরও বলেন, "রাষ্ট্র সংস্কারের জন্য শুধু আলোচনায় বসলে হবে না, মাঠে নেমে কাজ করতে হবে। যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় এখনো প্রভাবশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয়করণ রুখতে হবে।"
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দেশে চলমান অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণঅধিকার পরিষদ সহিংসতার পথ সমর্থন করে না, বরং সুশৃঙ্খল রাজনৈতিক সংস্কৃতি চায়।"
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ভিপি নুরুল হক নুর, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফসহ অন্যান্য নেতারা।
এসআর
মন্তব্য করুন: