[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলা, বিক্ষোভ সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৭ পিএম

ফাইল ছবি

শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

এই হামলার প্রতিবাদে গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সরকার পতনের জন্য সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, “গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আ ক ম মোজাম্মেল হক ও তার সাঙ্গপাঙ্গদের হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সারাদেশের ছাত্ররা অংশগ্রহণ করবেন।” সমাবেশের স্থান ও সময় হিসেবে উল্লেখ করা হয়েছে: রাজবাড়ি মাঠ, গাজীপুর, বেলা ১১:০০।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্ট করে জানান, "আজ গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে, আমরা আসছি…"।

জানা গেছে, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), ও হাসান (২২)।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর