[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর পিটুনিতে আহত ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:১৮ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:৩০ এএম

ফাইল ছবি

গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাখিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়, যাতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই ধীরাশ্রম এলাকার বাড়িটির আশপাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। কিছুক্ষণ পর তারা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন।

এ সময় পাশের মসজিদের মাইকে "ডাকাত এসেছে" বলে ঘোষণা দেওয়া হলে, এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর