নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীদের অনেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। হামলার সময় দুটি বাড়িই খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার পর সেনাবাহিনী ও পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রশাসনের বক্তব্য
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর একদল লোক সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের বিভিন্ন অংশ ভাঙচুরের পাশাপাশি নিচতলার সোফায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর একই দল সাবেক পৌর মেয়র ফয়সলের বাড়িতেও হামলা চালায়।
তবে হামলার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন থাকলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি ওসি লিটন দেওয়ান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, "এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কর্মসূচি দিনের বেলায় শেষ হয়েছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা হতে পারে, তবে ছাত্রদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।"
হামলার মূল কারণ এবং দোষীদের শনাক্তে প্রশাসন কোনো তদন্ত শুরু করেছে কিনা, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এসআর
মন্তব্য করুন: