ঢাকার সাভার উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার চেষ্টা হলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের পারিবারিক বাড়ি 'রাজ মঞ্জিল'-এ হামলার চেষ্টা করা হয়।
রাজীব ও সমর বেশ কিছুদিন ধরে পলাতক থাকায় একদল বিক্ষুব্ধ ব্যক্তি এ সুযোগে বাড়িটিতে হামলার চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে সাভারের পাকিজা মোড়ে বিক্ষুব্ধ জনতা জড়ো হয় এবং সন্ধ্যা ৬টার দিকে রাজ মঞ্জিলের সামনে এসে হ্যান্ডমাইকে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে তারা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার কাচ ভাঙচুর করে।
হামলাকারীরা ভবনের বাইরের অংশে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন।
এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং শতাধিক এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। সংঘর্ষে তিনজন আহত হন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, তারা পরিস্থিতি শান্ত রাখতে চেয়েছিলেন, কিন্তু আগুন দেওয়ার চেষ্টা করায় বাধা দিতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, 'তারা বাড়ির লোকজন না থাকলেও ভাঙচুরের চেষ্টা করেছে। আগুন দিলে আশপাশের বাড়িতেও ক্ষতি হতে পারত, তাই আমরা বাধা দিয়েছি।'
বিক্ষোভকারীদের একজন মাহিদ হাসান রাফসান দাবি করেন, 'আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম, কিন্তু রাজীবের আত্মীয়-স্বজন ও তার সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়, এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।'
এ ঘটনার পরও রাতের দিকে কিছু বিক্ষুব্ধ জনতা আবারো সেখানে জড়ো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: