[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ পিএম

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী থানা এলাকার নোয়াগাঁওয়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই হামলা চালানো হয়। এ সময় রাসেলের বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে তছনছ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, উত্তেজিত জনতার একটি দল হাতুড়ি, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওই বাড়ি দুটিতে হামলা চালায়। তারা তিনতলা বাড়ির পকেট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে রাসেলের বাসভবনের গেট ভাঙতে না পারায় জানালার কাচ ভাঙচুর করে। হামলাকারীরা এর আগেও নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহিদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরালও ভেঙে দেয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলামকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর