[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

মির্জা আজমের বাড়িতে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫৪ পিএম

ফাইল ছবি

জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনতা ওই দুইতলা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে।

তিনি বলেন, “জামালপুরেও বিক্ষোভের অংশ হিসেবে মির্জা আজমের বাসায় অগ্নিসংযোগ করা হয়। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।”

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর