[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জে সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৮:০৬ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একদল শিক্ষার্থী ও স্থানীয় কিছু ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের বিশিষ্ট তিন নেতা—সৈয়দ নজরুল ইসলাম, মো. জিল্লুর রহমান ও মো. আবদুল হামিদের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সংবলিত একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল বাজিতপুর বাজারে।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ম্যুরালটি নিয়ে আলোচনা শুরু হয়।

পরে বৃহস্পতিবার শিক্ষার্থী ও স্থানীয়রা ম্যুরালের সামনে জড়ো হন এবং একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের ছবিটি ভাঙচুর করা হয়।

এদিকে, ম্যুরালের পাশে অবস্থিত এমপি মার্কেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বাজিতপুর-নিকলী উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন এই মার্কেটের মালিক।

আগের রাজনৈতিক উত্তেজনার সময়, বিশেষ করে গত ৫ আগস্ট, মার্কেটে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

সে অভিজ্ঞতা থেকে ব্যবসায়ীরা আগেভাগে তাদের দোকানের পণ্য সরিয়ে নেন।

স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর