নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ম্যুরালটি ভাঙচুর করা হয়।
এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের ম্যুরালসহ জেলা ও দায়রা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঘাত করা হয়।
সর্বশেষ, জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারেও ভাঙচুর চালানো হয়।
ঘটনার সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা দাবি করেছেন, এটি তাদের চলমান রাজনৈতিক আন্দোলনের অংশ এবং ভবিষ্যতেও তারা তাদের দাবির স্বপক্ষে কঠোর অবস্থান নেবেন।
এ বিষয়ে মহানগর বিএনপির নেতারা বলেছেন, শহরে নির্দিষ্ট কিছু প্রতীক তাদের রাজনৈতিক দর্শনের পরিপন্থী এবং তারা গণআন্দোলনের চেতনায় এসব পরিবর্তন করতে চান।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এসআর
মন্তব্য করুন: