[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় সাবেক এমপি মাহবুবউল আলম হানিফের বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১:৫৭ এএম

হানিফের বাড়ি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত তার বাড়ির গেট ও দেয়াল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র ও সাধারণ জনগণের একটি বিক্ষোভ মিছিল হানিফের বাড়ির সামনে গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর এক্সকাভেটর মেশিনের মাধ্যমে বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতেও বিক্ষোভ হয়।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট খুলনায় একই বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর