[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

সমাজসেবা অফিসে গিয়ে জানলেন সুরধ্বনী রানী কর মৃত!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫ ১০:১১ পিএম

ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নওয়াগাঁও গ্রামের ৭৮ বছর বয়সী সুরধ্বনী রানী কর দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন না। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও সমাজসেবা অফিসে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি।

অবশেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে তিনি জানতে পারেন, তাকে "মৃত" দেখানো হয়েছে এবং তার পরিবর্তে অন্য একজন ভাতা পাচ্ছেন!

সুরধ্বনী রানীর ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে তিনি ভারতে তার ছেলের কাছে বেড়াতে যান। দুই মাস পর দেশে ফিরে এলেও এরপর থেকে তার মোবাইলে ভাতার টাকা আসা বন্ধ হয়ে যায়।

বিষয়টি ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন, তাকে মৃত দেখিয়ে তার ভাতা অন্য একজনকে দেওয়া হচ্ছে।

সমাজসেবা কার্যালয় জানিয়েছে, ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সুরধ্বনী রানী করকে মৃত দেখানো হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, "সুরধ্বনী রানী দেড়-দুই মাস ভারতে ছিলেন, সেটি আমার জানা ছিল না।

মৃত ভাতাভোগী প্রতিস্থাপনের সময় স্থানীয় একজনের পরামর্শে তার স্থানে অন্যজনকে যুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তার ভাতা পুনর্বহালের ব্যবস্থা করা হবে।"

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর বলেন, "তিনি দুই বছর ধরে এলাকায় ছিলেন না। অনেকেই ভেবেছেন, হয়তো তিনি মারা গেছেন। তাই হয়তো এমনটি হয়েছে। তবে মৃত্যু সনদ সংশোধন করা সম্ভব হবে না।"

উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছে, ওই ওয়ার্ডের কোনো ভাতাভোগী মারা গেলে তখন সুরধ্বনী রানীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে কবে তা হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেছেন, "বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এখন প্রশ্ন হলো, সরকারি ত্রুটির কারণে জীবিত থাকা সত্ত্বেও ভাতা হারানো একজন প্রবীণ নারী কতদিন এ অনিশ্চয়তার মধ্যে থাকবেন?

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর