ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের দুটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, আবুধাবি পোর্টস গ্রুপ (এডিপিজি) এবং মাসদার, বাংলাদেশের বন্দর উন্নয়ন, পরিচালনা, লজিস্টিকস সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এডিপিজি’র সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশীয় অঞ্চলের বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি বৈঠক করেন।
এ সময় তারা বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।
প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং কারখানা স্থাপনে কাজ শুরু করুন।’
আবুধাবি পোর্টস গ্রুপ বিশ্বের চতুর্থ বৃহত্তম বন্দর পরিচালনা ও লজিস্টিকস প্রতিষ্ঠান।
সম্প্রতি আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মুল্যার মায়ের্স্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত তিনটি বে টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল যৌথভাবে অর্থায়ন ও পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও বহুমুখী টার্মিনাল নির্মাণ এবং কনটেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় অবদান রাখার পরিকল্পনা করেছে।
এডিপিজি’র সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া বাংলাদেশের কর্তৃপক্ষের সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করে বলেন, ‘আমাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়ক হবে।’
নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করা মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত জমিতে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: