রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের সব ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, ‘আগামীকাল ২৯ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত সব ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীদের টিকিটের মূল্য ফেরতের (রিফান্ড) প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।’
একই রাতে রেলপথ মন্ত্রণালয় আরেকটি বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে বিআরটিসির বাসের মাধ্যমে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এ বাস সার্ভিস চালু থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে দুঃখ প্রকাশ করেছে।
রেলের রানিং স্টাফদের মধ্যে গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিই রয়েছেন, যারা সরাসরি ট্রেন পরিচালনার সঙ্গে জড়িত। সারা দেশে প্রায় ১,৭০০ রানিং স্টাফ এ কাজে নিয়োজিত আছেন।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স অন্তর্ভুক্ত করে পেনশন ও আনুতোষিক নিশ্চিত করার দাবিতে রানিং স্টাফরা সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান। এর ফলে দেশের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কর্মবিরতি প্রত্যাহারে সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস আন্দোলনকারীদের সঙ্গে মধ্যস্থতা করছেন। মঙ্গলবার দিনভর একাধিক বৈঠক হলেও রাত পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: