ট্রেন চালু নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও রানিং স্টাফদের মধ্যে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
ফলে সারাদেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকেও সমঝোতার কোনো ফল আসেনি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রানিং স্টাফদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তবে আলোচনার এক পর্যায়ে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না হওয়ায় রানিং স্টাফদের প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।
দুপুর দেড়টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় প্রায় ২টা ৪৫ মিনিটে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই।
ফলে আপাতত ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি বহাল রয়েছে।
এসআর
মন্তব্য করুন: