রেল রানিং স্টাফদের চলমান কর্মবিরতির প্রভাব পড়েছে ময়মনসিংহে।
নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনের চালক যাত্রীসহ ট্রেন ফেলে পালিয়ে গেছেন।
ফলে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করলে প্রায় ৩৫০ জন যাত্রীর টিকিট মূল্য ফেরত দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রেল রানিং স্টাফদের মাইলেজভিত্তিক পেনশন ও অন্যান্য দাবিতে দেশজুড়ে কর্মবিরতি চলছে।
এর মধ্যেই সকালে মোহনগঞ্জ থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। তবে আন্দোলনকারীদের ভয়ে চালক ট্রেন ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করেন। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে যাত্রীদের টিকিট মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, এ পর্যন্ত ৩৫০ জনের টিকিট মূল্য ফেরত দেওয়া হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, "বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। তবে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।"
উল্লেখ্য, রানিং স্টাফদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: