টঙ্গী-জয়দেবপুর রেল রুটে হঠাৎ ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ায় অল্পের জন্য এড়ানো গেছে একটি বড় দুর্ঘটনা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে রুটটির একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। এসময় লাইনের ওপর লাল পতাকা দেখে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। ঘটনাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরে ট্রেনটি থেমে যায়। এতে ট্রেনের এক হাজার ২০০ যাত্রী প্রাণে রক্ষা পান।
বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান জানান, “লাল পতাকা দেখে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দিই। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।”
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ রেললাইনের প্রায় ১০ গজ অংশ বেঁকে যায়। স্থানীয়রা বিষয়টি দ্রুত রেল কর্তৃপক্ষকে জানালে, তারা এসে লাল পতাকা দিয়ে সংকেত দেয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, “হঠাৎ লাইন বেঁকে যাওয়ায় টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ আছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।”
রেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, লাইনের নাট-বল্টু খুলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: