[email protected] বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫ ৬:৪২ পিএম

ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আন্দোলনের সমন্বয়ক জসিম ও শরীফসহ আরও কয়েকজন।

একই সঙ্গে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিক ফয়সাল এবং দপ্তর সম্পাদক শেখ রাসেলও এ হামলায় আহত হন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, হামলাকারীরা প্রক্টরিয়াল বডির সামনেই বর্বরোচিত আক্রমণ চালায় এবং নিজেদের পক্ষে স্লোগান দেয়।

এছাড়া ছবি তোলার সময় সাংবাদিক আতিক ও রাসেলের ওপরও শারীরিক আক্রমণ চালানো হয়।

আহত সমন্বয়করা জানিয়েছেন, তারা এ ঘটনায় প্রক্টর দপ্তরে অভিযোগ করবেন। তবে এখনো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়ায়ও হামলা, গুরুতর আহত ১

অন্যদিকে, গতকাল ২৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ-সংশ্লিষ্ট আশরাফুল ইসলাম নিসেলের নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে এ ধরনের হামলা ও নির্যাতন ক্রমাগত বেড়ে চলেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জানমালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এমন হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে এ ধরনের অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

উভয় ঘটনায় ক্যাম্পাস ও সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন।

তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর