নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর শোডাউন করার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া লিটন (৪৫)।
স্থানীয়রা জানায়, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার রাতে বানসা বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা শোডাউন শুরু করে। এরপর শোডাউনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বাজারে এসে উপস্থিত হয়। এ সময়, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে, পুলিশের উপস্থিতিতে বানসা বাজার থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল জানান "আটককৃত দুজন আমার সঙ্গে বসে আলোচনা করছিলেন। পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি দেখে তারা চলে যাচ্ছিলেন। তাদের আটক করা হয়। তারা শোডাউনে অংশ নেননি। একজন চট্টগ্রাম থেকে এসেছিলেন এবং অন্যজন বানসা বাজারের ব্যবসায়ী।"
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "স্থানীয়দের খবরে পুলিশ বানসা বাজার থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।"
এসআর
মন্তব্য করুন: