বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগের নেতা শরিফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শরিফুল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, শরিফুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানো, শ্লীলতাহানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং জমি দখলসহ একাধিক অপরাধে মামলা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মহানগরে চলমান ছাত্র আন্দোলন দমনে শরিফুল শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন।
এমনকি শিক্ষার্থীদের ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে, বরিশালে পুলিশের ওপর হামলার ঘটনায় শরিফুল ইসলামকে আটক করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, তিনি তার সঙ্গীদের নিয়ে সার্জেন্ট মনিরুল ইসলামসহ দুই পুলিশ সদস্যকে মারধর করে রক্তাক্ত করেন। তবে তখন তৎকালীন মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী হওয়ায় তিনি মীমাংসার মাধ্যমে ছাড়া পান।
শরিফুলের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী ও বন্দর থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।
তবে ৯৯৯-এ ফোন দিয়ে আত্মসমর্পণ করার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: