বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তা মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত একটি বসবাসযোগ্য বাংলাদেশ চেয়ে যারা সংগ্রাম করছে, সেই ছাত্রদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।
আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, “এ দেশের সম্পদ লুটপাট করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের বাইরে চলে গেছে। তাদের এই অপকর্ম জনগণ কখনো মেনে নেবে না। স্বাধীনতার সময় থেকেই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণের দাবি অনুযায়ী সংস্কার করা জরুরি। তবে সংস্কারের নামে কালক্ষেপণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান এবং মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
এছাড়াও বক্তব্য দেন মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন এবং স্থানীয় জামায়াত নেতারা।
এসআর
মন্তব্য করুন: