দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে চারপাশ।
অধিকাংশ মানুষ এ সময় ঘুমিয়ে থাকলেও শক্তিশালী কম্পন অনেকের ঘুম ভেঙে দেয়। যদিও কম্পনটি খুব বেশি সময় স্থায়ী হয়নি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
এটি ভূ-পৃষ্ঠের ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহর থেকে ১০৬ কিলোমিটার পূর্বে সংঘটিত হয়।
এটির প্রভাবে মিয়ানমার, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের কিছু অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়।
ঘটনার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
সাদিয়া তাসনিম নামের একজন লিখেছেন, “কম্পনের মাত্রা কত ছিল জানি না, তবে এমন ঝাঁকুনি ছিল যে বিছানা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল! #ভূমিকম্প”
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: