[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

দেড় ঘণ্টার আগুনে পুড়েছে দুই শতাধিক বসতি-দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৪ ৬:১১ পিএম

,

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, এপিবিএন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দেড় ঘণ্টায় বসতি ও দোকানঘর মিলে প্রায় দুই শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে উখিয়ার থাইংখালি ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা এ আগুন দুপুর সাড়ে ১২টায় নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে। সঙ্গে ছিলো এপিবিএন সদস্য ও স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরবর্তী পরিস্থিতি অবজারভেশনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো কাজ করছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি’- বলে জানান তিনি।

থাইংখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ জানান, দুপুরের আগে ১৩ নম্বর ক্যাম্পের কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে ক্যাম্পের ঘরে মধ্যেই লেগে যায়। এ ঘটনায় দুই শতাধিক দোকান ও ঘর পুড়ে গেছে।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর