[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মাত্র ৫ টাকায় লেপ পেল ৩২০ জন শীতার্ত মানুষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ১১:২৩ পিএম

উষ্ণতার জন্য লেপ হাতে মানুষজন

শীতার্ত ও দুঃস্থ মানুষের সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ৩২০ জনকে লেপ বিতরণ করেছে। সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে এই লেপ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানস্থলে বিভিন্ন বয়স ও পেশার মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী, রিকশাচালক, খেটে খাওয়া নারী, এবং দরিদ্র বৃদ্ধ-বৃদ্ধারা ছিলেন। লেপ পেয়ে তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। আয়শা বেগম (৬৮), স্বাধীনতা যুদ্ধের সময় এক পা হারানো জগন্নাথপুরের বাসিন্দা, লেপ পেয়ে বলেন, “হামার এত্তি খুব ঠান্ডা পরিছে। পাঁচ টাকায় লেপ পাইছি, আইজ রাইতত আরামত নিন্দাম।”

 

‘সহায়’-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘জুলুম বস্তী’ নামে। ঠাকুরগাঁওয়ের কিছু শিক্ষার্থী মিলে এটি প্রতিষ্ঠা করে। শুরুতে রক্তদান কর্মসূচি দিয়ে কার্যক্রম শুরু হলেও পরে এটি শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালে ত্রাণ সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, এবং ঈদের সময় ‘৫ টাকায় ঈদবাজার’ আয়োজনের মতো উদ্যোগ গ্রহণ করে।  সংগঠনের নাম পরিবর্তন করে ‘সহায়’ রাখা হয়, যা এখন দুঃস্থদের সহায়তায় পরিচিত একটি নাম।

সংগঠনের উপদেষ্টা নাবিউল করিম বলেন, “শুরুতে রক্তদান কর্মসূচি দিয়ে কাজ শুরু করলেও আমরা এখন সমাজের যেকোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা আমাদের পাশে ছিলেন।”

সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, “আমরা বছরের পর বছর এমন উদ্যোগ চালিয়ে যেতে চাই। সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা আমাদের প্রয়োজন।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, শিল্প ও বণিক সমিতির পরিচালক রিফাত, এবং সংগঠনের উপদেষ্টা নাবিউল করিম।

 

এই উদ্যোগের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের দরিদ্র মানুষের শীত নিবারণের পাশাপাশি সহমর্মিতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে ‘সহায়’।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর