কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পুকুরটির এক অংশ ভারতের ত্রিপুরা রাজ্যে, আর অন্য অংশটি বাংলাদেশের কুমিল্লা সদর উপজেলার শাহপুর গ্রামে অবস্থিত। স্থানীয়রা এই পুকুর থেকে গোসল এবং পানির চাহিদা পূরণ করতেন।
এই পুকুরটি ভারতের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর ও কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সম্প্রতি বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ সেখানে সীমান্ত পিলার বসানোর কাজ শুরু করেছে, যার পর সেখানে কাঁটাতারের বেড়া স্থাপন করা হবে। এই ঘটনায় উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্ক দেখা দিয়েছে।
সীমান্তের পাশের রামধনপুর এলাকায় গত তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত পিলারের দেড়শ গজ ভেতরে কাঁটাতারের বেড়া বসানো হচ্ছে, তবে বিজিবি দাবি করেছে, ভারতীয় বাহিনী তাদের নিজস্ব অংশে বেড়া নির্মাণ করছে। নকশা অনুযায়ী, ভারতীয় বাহিনী যদি নকশার বাইরে বেড়া বসায়, তাহলে বিজিবি তা বাধা দিয়ে থামিয়ে দেবে।
কুমিল্লা সীমান্তে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরের কাছাকাছি বিজিবির চার সদস্য সতর্ক অবস্থায় পাহারা দিচ্ছেন। বিএসএফের উপস্থিতিতে পিলার বসানোর কাজ চলছে এবং বিজিবি তাদের কার্যক্রম মনিটর করছে। সীমান্তে প্রবেশের সমস্ত রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিএসএফও তাদের এলাকায় টহল বাড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তের ২০৮৫ নম্বর পিলারের কাছে বাংলাদেশি নাগরিকদের বিএসএফ ভয় দেখাচ্ছে। তারা জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে সীমান্ত ছাড়ার হুমকি দিচ্ছে।
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ কালবেলা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা সীমান্তের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তারা এই কাজ মনিটর করছে এবং যদি নকশার বাইরে কাজ করা হয়, তবে তা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, “আমরা আমাদের এক ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না।”
এসআর
মন্তব্য করুন: