[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫ ৩:৪৩ পিএম

ফাইল ছবি

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাড়াইল উপজেলার বানাইল বাজারে সংঘর্ষটি ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়, যেখানে গিয়াসউদ্দিন সভাপতি নির্বাচিত হন। তবে, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নতুন কমিটি মেনে নিতে পারেননি, ফলে দুপক্ষের মধ্যে বিরোধ ও তর্কবিতর্ক সৃষ্টি হয়। এই বিরোধের জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ আরও পাঁচজন নেতাকর্মী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তাড়াইল থানার ওসি সোহেল মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর