রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর এবেলা ছাত্রাবাসের নবম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান মুহিব। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং তার বাড়ি রংপুরে।
রুয়েটের শিক্ষার্থী রাফি আল হাসান জানান, "মুহিব ভাই ও আমি একে অপরের এলাকায় একই স্কুলে পড়াশোনা করতাম। তিনি আমার স্কুলের বড় ভাই ছিলেন এবং আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য ছিলেন। তিনি খুবই উৎফুল্ল মনের মানুষ ছিলেন, তবে কেন আত্মহত্যা করলেন, তা আমরা বুঝতে পারছি না।" তিনি আরও জানান, বন্ধুর মাধ্যমে ঘটনাটি জানতে পারার পর রাতে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান, সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে, এবং তারা এসে যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: