[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর, অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ১:৩২ এএম
আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১:৩৩ এএম

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–তে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এর ফলে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগেই স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত স্থগিত ঘোষণার সময় বলেন, "অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত রাখতে পারলাম না।

আমরা আপনাদের জন্য সুন্দর একটি আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু তা আর সম্ভব হলো না।"

ইতোমধ্যে ঘটনাস্থলের মারামারি ও ভাঙচুরের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইত্যাদি কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলাজুড়ে ২ হাজার প্রবেশ পাস বিতরণ করেছিল। তবে অনুষ্ঠানে প্রায় লাখখানেক মানুষ সমবেত হয়। অতিরিক্ত ভিড়ের কারণে চেয়ারে বসা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলে আয়োজকরা অনুষ্ঠানটি মাঝপথে স্থগিত করতে বাধ্য হন।

অনুষ্ঠান দেখতে আসা সানোয়ার হায়দার সবুজ বলেন, "আমি প্রবেশ পাস নিয়ে এসেছিলাম, তবুও ভিড়ের কারণে অনুষ্ঠানে ঢুকতে পারিনি। এটি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফল।

অন্য দর্শনার্থী রাসেল বলেন, "অনেক বেশি দর্শক উপস্থিত হবে, এমন অনুমান আগে থেকেই ছিল। কিন্তু যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।"

সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে। এক দর্শক এম এ সামাদ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, "আমি আর কখনো ইত্যাদি দেখতে যাব না।"

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, "মারামারি হয়নি, তবে কিছু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অনুষ্ঠানটি সময়ের আগেই শেষ করা হয়েছে। এতে কেউ আহত হয়নি।"

অনেক দর্শকের মতে, পরিকল্পনায় ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার অভাব এই বিশৃঙ্খলার প্রধান কারণ। অনুষ্ঠানটি স্থগিত হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর