রাজশাহী মহানগরীর তিন নম্বর ওয়ার্ডে গত দুই মাস ধরে টিসিবির পণ্য বিতরণ বন্ধ রয়েছে।
এ কারণে, প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী এখন আর ন্যায্যমূল্যে চাল, ডাল এবং মসুর ডাল পাচ্ছেন না। টিসিবির পণ্য সরবরাহের দাবিতে বুধবার এলাকার কিছু নারী সংবাদ সম্মেলন করেছেন।
বিকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নারীরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাদের টিসিবি কার্ড বাতিল করে দিয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয় নিয়ন্ত্রণে নিয়ে টিসিবির পণ্য বিতরণ বন্ধ করেছেন।
এ সময় বলা হয়, বুধবার (৮ জানুয়ারি) টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ ও প্রশাসনের কাছে নিরাপত্তা এবং সহযোগিতা চেয়ে আবেদন করেছিলেন, তবে কোনো ডিলারকেই পণ্য বিক্রয়ের অনুমতি দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত টিসিবির পণ্য বিতরণের দাবি জানান।
টিসিবির পণ্য বিক্রি বন্ধ হওয়ার বিষয়ে সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, এখানে বিএনপি-জামায়াতের দুইটি গ্রুপ রয়েছে, এবং সাবেক কাউন্সিলরের একটি আলাদা গ্রুপ আছে। একপক্ষ পণ্য বিতরণ চাইছে, অন্যপক্ষ নতুন কার্ড তৈরি করতে চায়। এর ফলে, পণ্য বিক্রির সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, টিসিবির পণ্য বিতরণের কারণে আগের সচিব বদলি হয়েছিলেন এবং তিনি ডিসেম্বরের ৯ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, "আমি পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারব না।"
এসআর
মন্তব্য করুন: