ফরিদপুরের সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা দিলে সেটি পাশের পুকুরে পড়ে যায়।
উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: