[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫ ১২:২৪ পিএম

ফাইল ছবি

হবিগঞ্জের জয়নগর গ্রামে বেরি বিলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, উপজেলার রিচি গ্রামের জসিম ও তার লোকজন গ্রামের পার্শ্ববর্তী বেরি বিল থেকে মাছ ধরার জন্য বাঁধ কেটে দেন। এ সময় জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল মিয়া বাঁধা দেন।

এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজমুলের ওপর হামলা করে জসিম ও তার লোকজন। এর জের ধরে রিচি গ্রামের জসিম, ওয়াসিম ও জাবেদের নেতৃত্বে লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে জয়নগর গ্রামে হামলা করে।

এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হন।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জয়নগর গ্রামের জলিল মিয়া, বাছির মিয়া, নাজমুল ও জব্বার আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, বিলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর