নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা গলাকাটা লাশটি নৃত্যশিল্পী রানী আক্তারের (২৯) বলে চিহ্নিত হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়, যা থেকে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রানী আক্তারের গলা কেটে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহ করে নারীর পরিচয় শনাক্ত করে। তিনি বলেন, "আমরা রানী আক্তারের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা থানায় আসেন। রানী আক্তার একজন নৃত্যশিল্পী ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে নাচের পরিবেশন করতেন।" এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে এবং পুলিশ দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশা করছে।
রানী আক্তার ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার মো. কাশেমের মেয়ে।
এসআর
মন্তব্য করুন: