মোংলায় সোমবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান।
পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এক যুবক দ্রুতগতিতে স্প্রে পেইন্ট ব্যবহার করে দেয়ালে এই স্লোগান লিখে সরে পড়ছেন।
কলেজ রোড, বটতলা মন্দির রোড, এবং মোস্তাফিজ রোডসহ শহরের বিভিন্ন এলাকায় এই লেখা দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, হাতের লেখার ধরণ দেখে মনে হচ্ছে এটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজ।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করে ছাত্রদল ও যুবদল। পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা অভিযোগ করেন, ‘জয় বাংলা’ লেখা একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা, যা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ছাত্রদল নেতা-কর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, "প্রশাসন দ্রুত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক।
এছাড়া বক্তারা বর্তমান সরকার এবং ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলেন, "স্বৈরাচারী শাসনের পতনের পর ছাত্রলীগ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা বাংলার জনগণ কখনোই মেনে নেবে না।
বক্তৃতায় অংশ নেন যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ, নয়ন আকন, স্বেচ্ছাসেবক দলের মো. মোহন উদ্দিন, নুর উদ্দিন টুটুল, রাহাত হোসেন মুন্না ও মীর সাগর প্রমুখ।
মঙ্গলবার দুপুরেই পৌরসভার উদ্যোগে দেয়ালের ‘জয় বাংলা’ লেখা স্প্রে পেইন্ট মুছে ফেলা হয়। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: