[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৮:১৫ এএম

ফাইল  ছবি

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কুয়াশার ঘনত্ব বাড়লে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন।

সূত্রে জানা গেছে, সোমবার সারারাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা ছিল। এ সময় সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালালেও আজ ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়লে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়, ফলে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকে পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারাপারের জন্য অপেক্ষা করছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, "কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর